Saturday, December 22, 2012

বরিশাল বার্নার্স খেলোয়াড়দের তালিকা | Squad of Barisal Burners

বরিশাল বার্নার্স: বরিশাল বার্নার্স খেলোয়াড়দের তালিকা নিচে দেওয়া হলো -


Squad for Bangladesh Premier League (BPL) of Barisal Burners:

1.      Azhar mahmud – $206000 Pakistan 
2.      Mominul Haque - $127000
3.      Brad Hodge – $125000 Australia
4.      Saeed Ajmal – $115000 Pakistan
5.      Elias sunny – $106000
6.      Alok Kapali – $83000
7.      Kamran Akmal – $75000 Pakistan
8.      Sunil naraine – $75000 Trinidad and Tobago
9.      Shafiul Islam - $67000
10.   Omar Gul – $60000 Pakistan
11.   Sabbir Rahman - $55000
12.   Hammad Azam – $51000 Pakistan
13.   Phil Mustard – $50000 England
14.   Nazmul Islam Apu – $44000
15.   Alauddin Babu – $31000
16.   Shuvagata Hom – $18000
17.   Kabir Ali – $15000 England
18.   Al amin – $10000
19.   Iftekhar Naeem – $10000
20.   Jubair Ahmed – $10000


Friday, December 21, 2012

সেরা দল গড়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স

ঢাকা গ্ল্যাডিয়েটর্স: বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে সেরা দল গড়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স। একগুচ্ছ তারকা খেলোয়াড় ভিড়িয়ে খেলোয়াড় নিলামে চমক উপহার দিয়েছে তারা। একমাত্র দল হিসেবে তারা গোল্ড ক্যাটাগরিতে ৫ বিদেশি খেলোয়াড়সহ দেশি গোল্ড ক্যাটাগরিতে সর্বোচ্চ দাম দিয়ে দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানকে।

গ্ল্যাডিয়েটর্সের ৫ বিদেশি গোল্ড হচ্ছেন- পাকিস্তানের শহিদ আফ্রিদি, ইংল্যান্ডের ওয়াইজ শাহ ও দুই শ্রীলঙ্কান ক্রিকেটার তিলকারত্নে দিলশান ও লাসিথ মালিঙ্গা। দেশি তারকাদের মধ্যে সাকিব আল হাসানসহ রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, এনামুল হক ও মোহাম্মাদ আশরাফুল।

Thursday, December 20, 2012

বিপিএল পারিশ্রমিকে চতুর্থ সেরা সাকিব

বিপিএল: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় মৌসুমে দেশি-বিদেশি খেলোয়াড়দের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হলেও মূল পারিশ্রমিকের ক্ষেত্রে পিছিয়ে আছেন সাকিব আল হাসান। মূল পারিশ্রমিক প্রাপ্তিতে সেরা তিনটি স্থানেই রয়েছেন বিদেশি খেলোয়াড়রা। সাকিবের অবস্থান চতুর্থ।

বেস প্রাইসের (ভিত্তিমূল্য) ভিত্তিতে এবারের বিপিএলে দেশি-বিদেশি খেলোয়াড়দের কয়েক শ্রেণীতে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে গোল্ডেন, এ, বি ও সি ক্যাটাগরি। বিদেশিদের ক্ষেত্রে গোল্ডেন ক্যাটাগরিতে বেস প্রাইস হচ্ছে ৭৫ হাজার থেকে দেড় লাখ ডলার। এ, বি ও সি ক্যাটাগরিতে সেটা যথাক্রমে ৫০ থেকে ৭৫ হাজার, ৩০ থেকে ৫০ হাজার ও ১৫ থেকে ৩০ হাজার। অন্যদিকে স্থানীয় বা দেশি খেলোয়াড়দের ক্ষেত্রে গোল্ডেন ক্যাটাগরির খেলোয়াড়দের বেস প্রাইস হচ্ছে ৪৫ থেকে ৭০ হাজার। এ, বি ও সি ক্যাটাগরির ক্ষেত্রে সেটা যথাক্রমে ৩০ থেকে ৪৫ হাজার, ২০ থেকে ৩০ হাজার ও ১০ থেকে ২০ হাজার।

Wednesday, December 19, 2012

বিপিএলে এবারও দেশি-বিদেশির বৈষম্য অনেক


বিপিএল: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড় নিলাম বৃহস্পতিবার। হোটেল রেডিসনে সকাল ১০টা থেকে চারটি ক্যাটাগরিতে দেশি-বিদেশি খেলোয়াড়দের নিলামে তোলা হবে।

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে নিলাম গোল্ডেন বিভাগে, নিলাম মূল্য ৭৫ থেকে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এই বিভাগে বেশির ভাগ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকা ক্রিকেটার। পাকিস্তানের শহীদ আফ্রিদি, শাহেদ আজমল, ইমরান নাজির, ইংল্যান্ডের লুক রাইট, ওয়াইজ শাহ, দিমাত্রি মাসকারেনহাস, ওয়েস্ট ইন্ডিজের টিনে বেস্ট, সুনিল নারিন, ড্যারেন ব্রাভো, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ফিদেল এডওয়ার্ডস, দক্ষিণ আফ্রিকার আলফানসো থমাস, অস্ট্রেলিয়ার শন টেইট, ডির্ক নানেস ও ব্রড হজ। শেষদিন পর্যন্ত এই ক্যাটাগরিতে সংযোজন এবং বিয়োজন হতে পারে।

Monday, December 17, 2012

বিসিবিকে পিসিবির সতর্কবার্তা

বিপিএল নিউজ :: বাংলাদেশ পাকিস্তান সফরে না গেলে বিপিএলে খেলবেন না কোনো পাকিস্তানি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নাকি বিসিবিকে লিখিতভাবেই জানিয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে না পাঠালে এবার পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলে খেলার অনুমতি দেবে না তারা। সূত্রের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের শীর্ষ ইংরেজি দৈনিক ডন এমনটাই জানিয়েছে গতকাল রোববার। সূত্র দাবি করেছে, বিসিবিকে কূটনৈতিক কায়দায় চিঠি দিয়েছে পিসিবি, ‘আমাদের বিশ্বাস, চিঠিটি বাংলাদেশকে আহত করবে না। কারণ, এটাতে খুব নরম ভাষা ব্যবহার করা হয়েছে। যদিও ঠিকই মনে করিয়ে দেওয়া হয়েছে তাদের প্রতিশ্রুতি (পাকিস্তান সফরের) পূরণ করা উচিত।’

পাকিস্তান সফর নিয়ে তবু বিচলিত ক্রিকেটাররা | Pakistan tour for Bangladesh 2013


বিসিবি :: মধ্যবর্তী সময়ে পরিস্থিতি নাটকীয় মোড় না নিলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ জাতীয় দল। ১১ জানুয়ারি সকালে পৌঁছে পরদিনই নেমে পড়বে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পরপর দুই দিনে একটি করে ওয়ানডে এবং টোয়েন্টি টোয়েন্টি খেলে ঢাকায় ফিরে আসবেন মুশফিকুর রহিমরা।
একটু ভুল হলো, মুশফিকুর রহিম পাকিস্তান সফরে যাচ্ছেনই, এমন কোনো নিশ্চয়তা নেই। তবে তিনি না গেলেও জাতীয় দলই পাঠাবে বিসিবি। অধিনায়ক কিংবা অন্য কোনো ক্রিকেটার না-ও যেতে পারেন, এমন সম্ভাবনা 'বেঁচে' আছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের দেওয়া সাম্প্রতিক একটি ঘোষণায়_কেউ যেতে না চাইলে তাঁকে জোর করে পাকিস্তানে পাঠাবে না বোর্ড। টিম ম্যানেজমেন্টকেও 'ব্ল্যাংক চেক' দিয়েছেন তিনি। এতে করে স্বস্তির হাওয়া বয়ে যাওয়ার কথা পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কম-বেশি উদ্বিগ্ন জাতীয় দলের ক্রিকেটারদের মনে। কিন্তু উল্টোটা হচ্ছে বলেই খবর। 'আইসিসি বলছে বোর্ড চাইলে পাকিস্তানে দল পাঠাতে পারে।

চ্যানেল নাইনে বিপিএল-২০১৩ || BPL T20-2013 live on Channel 9

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী, সমাপনী অনুষ্ঠানসহ সব কটি খেলা সরাসরি দেখাবে চ্যানেল নাইন। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ জানুয়ারি। আর এই অনুষ্ঠানটি প্রথম আসর থেকে অনেক বেশি জাঁকজমকপূর্ণ করার জন্য এখন থেকে পরিকল্পনা করা হচ্ছে। জানা গেছে, এই আয়োজনের ব্যাপারে এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ইন্টারন্যাশনাল পার্টনার হয়েছে চ্যানেল নাইন।
সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, বিপিএলের দ্বিতীয় আসরে অংশ নিচ্ছে ঢাকা গ্ল্যাডিয়েটরস, চিটাগং কিংস, বরিশাল বার্নারস, খুলনা রয়েল বেঙ্গলস, দূরন্ত রাজশাহী, রংপুর রাইডার্স ও সিলেট রয়্যালস। খেলাগুলো অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
সূত্রটি আরও জানিয়েছে, প্রথম আসরের চেয়ে এবার খেলার সংখ্যা বাড়ানো হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরসূচি ১১-১৩ জানুয়ারি

বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড (বিসিবি)’র দিক থেকে পাকিস্তান সফরে যেতে কোন আপত্তি নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)`কে বিষয়টি জানিয়েও দিয়েছে বিসিবি। পিসিবি থেকেও বিসিবিকে তিনদিনের সফরের একটা পরিকল্পনা দেয়া হয়েছে। ২০১৩ সালের ১১-১৩ জানুয়ারি বাংলাদেশকে পেতে চাচ্ছে পাকিস্তান।

বিসিবির একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন পিসিবির দেওয়া সময়েই পাকিস্তান সফরে আপত্তি নেই তাদের। একজন কর্মকর্তা রোববার বলেছেন,‘একটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টির জন্য পিসিবি যে সময় দিয়েছে সেভাবেই সফরটা হতে পারে। আমরা তাদের কাছে নিরাপত্তা পরিকল্পনা চেয়েছি। আইসিসির দিকটিও নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগ চলছে। সব ঠিক থাকলে তিনদিনের সফর শেষ করে বাংলাদেশ দল ১৪ জানুয়ারি দেশে ফিরে আসবে।’

Sunday, December 16, 2012

রংপুরের ফ্র্যাঞ্চাইজি আই স্পোর্টস

বিপিএলT20 :: প্রথম আসরে খেলেছিল ছয় দল। এবার ছয় দলের সঙ্গে যোগ হয়েছে রংপুর বিভাগ। মোট সাত দল নিয়ে ২০১৩ সালের ১৭ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসর। আর রংপুর বিভাগ নামে নতুন যে দল, এর স্বত্ব কাল কিনে নিল বাংলাদেশের নামকরা কম্পিউটার যন্ত্রাংশ বাজারজাতকরণ কোম্পানি ফ্লোরা কম্পিউটার লিমিটেড। তাদের পক্ষে নিলামে অংশ নেয় আই স্পোর্টস লিমিটেড। আর এর সর্বোচ্চ দাম ওঠে ১.১ মিলিয়ন ডলার বা সাড়ে ৮ কোটি টাকা। বিতর্কের ঊর্ধ্বে থাকতে এবারের বিপিএলে বিগত আসরের মতো রাখা হচ্ছে না কোনো আইকন ক্রিকেটার। পারিশ্রমিক নিশ্চিত করতে দেশি-বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ মূল্যও নির্ধারণ করে দেওয়ার কথা ভাবছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এ ক্ষেত্রে একজন ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য হতে পারে দেড় লাখ ডলার বা সোয়া কোটি টাকা।

বিপিএলের সপ্তম দল রংপুর রাইডার্স

বিপিএলT20 :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে দলের সংখ্যা ছয় থেকে বাড়িয়ে সাত করার ঘোষণা দেওয়া হয়েছিল শুক্রবার। আর গতকাল অনেকটা সঙ্গোপনে অনুষ্ঠিত হয়েছে নতুন এ ফ্র্যাঞ্চাইজির নিলাম। ঢাক
ার অভিজাত একটি ক্লাবে অনুষ্ঠিত সেই নিলামে আই স্পোর্টস লিমিটেড জয়ী বলে জানিয়েছেন বিপিএলের গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের পরিচালক অঞ্জন চৌধুরী। নতুন এ ফ্র্যাঞ্চাইজির নাম রংপুর রাইডার্স।


নিলামে আই স্পোর্টস লিমিটেড দর হাঁকে ১১ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ হক ব্রাদার্স দর দিয়েছিল ১০ লাখ ডলার। রুদ্ধদ্বার এ নিলামে অংশ নেওয়া অন্য আগ্রহী প্রতিষ্ঠান এএসএন স্পোর্টস লিমিটেডের দরপত্র বাতিল করা হয় বলে জানিয়েছেন অঞ্জন চৌধুরী। কারণ প্রতিষ্ঠানটি নাকি ব্যাংক গ্যারান্টিই জমা দেয়নি! অগত্যা 'বিপিএলের সপ্তম ফ্র্যাঞ্চাইজি আই স্পোর্টস লিমিটেড', জানিয়েছেন গেম অনের পরিচালক।

Saturday, December 15, 2012

2013 Bangladesh Premier League


The 2013 Bangladesh Premier League season, abbreviated as BPL 2 or the BPL 2013, will be the second season of the Bangladesh Premier League, established by the Bangladesh Cricket Board (BCB) in 2012.The tournament will begin on 17 January 2013.  The competition features six teams and a tournament format with a double round robin group stage, two semi-finals and a final. A new team representing the Rangpur Division may be added in the tournament this season. The inaugural BPL was won by Dhaka Gladiators. This Tournament might do New Auctions for the joining of new team.
The highest wicket taker of the tournament will win the purple cap while the highest run scorer will win the orange cap. Other awards includes the man of the tournament.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...