Sunday, January 20, 2013

রাজশাহীর শ্বাসরুদ্ধকর জয়

বিপিএল ২০১৩ :: চিটাগং কিংসের প্রয়োজন ছিল তিন রান, দুরন্ত রাজশাহীর তিন উইকেট। কিংস উইকেটগুলো হারিয়ে ম্যাচ হারলো দুই রানে। দুরন্ত রাজশাহী জিতলো, জিতলেন তামিম ইকবালও। 
 
দুরন্ত রাজশাহী: ৯৯/৯ (২০ ওভার)
চিটাগং কিংস: ৯৭/১০ (১৯.৩ ওভার)
ফল: দুরন্ত রাজশাহী দুই রানে জয়ী

কিংস প্রথম আসরের পাওনা বুঝিয়ে না দিলেও তামিম ঠিকই সুদে আসলে তুলে নিয়েছেন। ৯৯ রানের ছোট্ট পুঁজি নিয়েও আসাধারণ নেতৃত্বগুণে ম্যাচটা বের করে নিলেন জাতীয় দলের ওপেনার। এই ম্যাচ তো তাদের জেতারই কথা নয়। বরং মিস ফিল্ডিং করে পরাজয়ই ডেকে আনছিল রাজশাহী।

আশরাফুলের নান্দনিক ব্যাটিংয়ে ঢাকার দ্বিতীয় জয়

বিপিএল ২০১৩ :: মোহাম্মদ আশরাফুলের ৭৩ রানের ইনিংসে ঢাকা গ্ল্যাডিয়েটরসের সংগ্রহ ২০২ রান। প্রতিপক্ষের জন্য বিশাল স্কোর। ঢাকা দুই ম্যাচ ধরে এই কাজটিই করছে। উদ্বোধনী ম্যাচে খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে ২০৪ রানের ইনিংস করে জিতেছে ৬২ রানে। যদিও রংপুর রাইডার্সকে অত সহজে হারাতে পারেনি। নাসির হোসেন প্রতিরোধ গড়ে তোলায় ৩৫ রানে জেতে।

ঢাকা গ্ল্যাডিয়েটরস: ২০২/৫ (২০ ওভার)
রংপুর রাইডার্স: ১৬৭/৪ (২০ ওভার)
ফল: ঢাকা গ্ল্যাডিয়েটরস ৩৫ রানে জয়ী

রংপুরের নাসির ৮০ রান করেন ৪৯ বলে, পাঁচটি চার ও ছয়টি ছয়ে। দিন শেষে নাসির পরাজিত সৈনিক। কিন্তু আশরাফুল জয়ের নায়ক। সাকিব আল হাসানের বোলিংকেও ফেলে দেওয়ার নয়। চার ওভারে ১৭ রান দিয়ে বাঁহাতি অলরাউন্ডার পেয়েছেন দুটি উইকেট।

Saturday, January 19, 2013

৬২ রানে জয়ী ঢাকা গ্লাডিয়েটর্স। জয়ে শুরু গ্লাডিয়েটর্সের

বিপিএল 2 :: ওয়াইজ শাহর দুর্দান্ত ইনিংসের সঙ্গে এনামুলক হকের ব্যাটিংয়ের পর মোশাররফ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ৬২ রানের জয়ে বিপিএলের দ্বিতীয় আসর শুরু করল চ্যাম্পিয়ন ঢাকা গ্লাডিয়েটর্স। ম্যাচে দুই ব্যাটসম্যানের অর্ধশতকে চার উইকেট হারিয়ে চ্যাম্পিয়নরা সংগ্রহ করে ২০৪ রান। জবাবে ব্যাট করতে নেমে স্পিনার মোশাররফ হোসেন ও লকুয়ারাচ্চির স্পিন ঘূর্ণিতে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে রয়েল বেঙ্গলস।

ঢাকা গ্লাডিয়েটর্স: ২০৪/৪
খুলনা রয়েল বেঙ্গলস: ১৪২/৮
ফল: ৬২ রানে জয়ী ঢাকা গ্লাডিয়েটর্স।

Wednesday, January 2, 2013

পাকিস্তানকে আরেকবার বিসিবির না

বিপিএল: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত বৃহস্পতিবারই এক চিঠিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছে এই মুহূর্তে সফর করতে পারবে না। ওই সিদ্ধান্তটাই সোমবার এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিক জনসম্মুখে নিয়ে এলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

সাংবাদিকদের তিনি জানালেন,‘এই মুহূর্তে যেহেতু পাকিস্তানে সহিংস ঘটনা ঘটেই চলেছে এবং বাংলাদেশে এটা নিয়ে যেহেতু উদ্বেগ উৎকণ্ঠা আছে এবং এর বিরুদ্ধে কথা হচ্ছে, সেহেতু এই পরিস্থিতি এখনই পাকিস্তানে যাওয়াটা সমীচীন হবে না।’

কেন বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানে যেতে হবে সে বিষয়ে পরিষ্কার করেছেন বিসিবি সভাপতি,‘পাকিস্তান সফর নিয়ে আগেও আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এখন আবার সেই ইস্যুটা তুলে ধরছি। আইসিসির বোর্ড মিটিংয়ে আমরা পাকিস্তান যাওয়ার কমিটমেন্ট করে এসেছি। এবং আইসিসির কার্যবিধিতে সেটা পরিষ্কারভাবে লেখাও আছে। এমন স্পষ্টভাবেই লেখা আছে যে আইসিসি যদি ম্যাচ অফিশিয়াল নাও পাঠায়, তারপরও আমরা সেখানে গিয়ে না খেলার কথা বলতে পারব না। তার মানে অনেকটা বাধ্যতামূলক আমাদের পাকিস্তানে যাওয়া।’

Tuesday, January 1, 2013

চিটাগং কিংস খেলোয়াড়দের তালিকা

চিটাগং কিংস: দেশি গোল্ড, এ ও বি ক্যাটাগরির খেলোয়াড়দের তালিকা নিচে দেওয়া হলো - ইমরান নাজির, ডোয়াইন ব্রাভো, (বিদেশি- গোল্ড) মাহমুদুল্লাহ রিয়াদ (গোল্ড), ওয়াহাব রিয়াজ, রবি বোপারা, জ্যাকব ওরাম (বিদেশি-এ) জ্যাসন রয়,  কেভিন কুপার, ব্রেন্ডন টেলর (বিদেশি-বি) নাইম ইসলাম, রুবেল হোসেন, আরাফাত সানি, এনামুল হক জুনিয়র (দেশি- বি)।

বিপিএলে খেলবে না পাকিস্তানি ক্রিকেটাররা!

বিপিএল: বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে না গেলে বিপিএলের দ্বিতীয় আসরে জামশেদ-আফ্রিদিরা খেলতে আসবে না বলে সাফ জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাক ট্রিবিউন তাদের বিশ্বস্ত সূত্রের বরাদ দিয়ে বলেছে, ‘বাংলাদেশ যদি পাকিস্তান সফরে না আসে তবে তারাও বিপিএলের দ্বিতীয় আসরে খেলোয়াড়দের (পাক ক্রিকেটার) অংশগ্রহণে বাধার সৃষ্টি করবে।’

বাংলাদেশের সফরের মধ্য দিয়ে ফের আন্তর্জাতি ক্রিকেট পাকিস্তানে শুরু করার আশায় ছিলো পিসিবি। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তাবিত এ সফরে অনীহা দেখানোয় ভীষণ ক্ষুব্ধ পিসিবি। তারপরও টাইগারদের পাকিস্তানে নিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আর বাংলাদেশ বোর্ডকে টলাতে বিপিএলে খেলোয়াড় না পাঠানোরও হুমকি দিচ্ছে পিসিবি।

ঢাকা গ্ল্যাডিয়েটরস খেলোয়াড়দের তালিকা

ঢাকা গ্ল্যাডিয়েটরস: দেশি গোল্ড, এ ও বি ক্যাটাগরির খেলোয়াড়দের তালিকা নিচে দেওয়া হলো -
শহীদ আফ্রিদি, লিউক রাইট, ওয়াইজ শাহ,  তিলকারত্নে দিলশান, লাসিথ মালিঙ্গা (বিদেশি- গোল্ড), সাকিব আল হাসান (গোল্ড), রায়ান টেন  ডেসকাট (বিদেশি-এ), মোহাম্মদ আশরাফুল, এনামুল হক, মাশরাফি বিন মর্তুজা( দেশি-এ), জোসুয়া কোব, ক্রিস লিডল, ড্যারেন ইয়ান স্টিভেন্স (বিদেশি-বি) মোশাররফ হোসেন (দেশি- বি)।

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...